Header Ads Widget

আর্জেন্টিনা দলে আছেন মেসি



র্জেন্টিনা দলে আছেন মেসিলিওনেল মেসি ও রদ্রিগো ডি পলকে রেখেই ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা। দলে আছেন দুই নতুন মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড ওয়াকিন পানিচেলি ও জানলুকা প্রেস্তিয়ানি। অ্যাঙ্গোলায় আগামী শুক্রবার স্বাগতিক দলের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। মেজর লিগ সকারে মেসির দল ইন্টার মায়ামি বর্তমানে তিন রাউন্ডের প্লে-অফের খেলায় ব্যস্ত। আগামী রোববার তৃতীয় রাউন্ডে জিততে পারলে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠবে মায়ামি। সেই ম্যাচগুলো হবে ২২ অথবা ২৩ নভেম্বর। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে দরকার পড়বে। হয়তো সে কারণে দলে থাকলেও অ্যাঙ্গোলার বিপক্ষে তিনি না-ও খেলতে পারেন।

অ্যাঙ্গোলা ম্যাচের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ। ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো। মিডফিল্ডার: আলেক্সিস মাক আলিস্তের, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, নিকো পাস। ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমেওনে, ওয়াকিন পানিচেলি, জানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ।

Post a Comment

0 Comments