Header Ads Widget

সায়মুন সংসদের উদ্দ্যোগে অপহরণ, মানবপাচার ও শিশুশ্রম বন্ধে সচেতনমূলক র‌্যালী

 e

নিজস্ব প্রতিবেদক
অপহরণ, মানবপাচার ও শিশুশ্রম বন্ধে সচেতনমূলক র‌্যালী করেছে সায়মুন সংসদ।৪ নভেম্বর ২৪ বাদে আসর এ র‌্যালী এতে সংগঠনের সভাপতি দু'বার জাতীয় পুরস্কার প্রাপ্ত অধ্যাপক নুরুল আবছার সিকদার,ডাক্তার নিপু বড়ুয়া,মোহাম্মদ সেলিম উদ্দিন,আমিনুর রশিদ, আবদুল্লাহ আল দানুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।র‌্যালীটি সায়মুন সংসদের কার্যালয় হতে শুরু হয়ে সিটি কলেজ গেইটে গিয়ে শেষ হয়।

Post a Comment

0 Comments