বিশেষ প্রতিনিধি
দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না এলে সরকার আমদানির অনুমোদন দেবে।রবিবার (৯ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।বাণিজ্য উপদেষ্টা বলেন, “দেশে পেঁয়াজের পর্যাপ্ত উৎপাদন ও মজুত রয়েছে। কোনো সংকট নেই। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। তবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে যদি বাজার স্বাভাবিক না হয়, তাহলে আমদানি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি জানান, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য প্রায় ২ হাজার ৮০০টি আবেদন জমা পড়েছে। যদি এর মাত্র ১০ শতাংশ অনুমোদন দেওয়া হয়, তাহলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে দাম দ্রুতই কমে আসবে। তবে কৃষক যাতে ক্ষতির মুখে না পড়েন, সেটিও বিবেচনায় রেখে সরকার সিদ্ধান্ত নেবে।একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “মৌসুমের শেষ দিকে এসে হঠাৎ ভারী বৃষ্টিপাত, সংরক্ষণের সময় পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাওয়া এবং বাজারে অস্থায়ী সংকটের কারণে দাম কিছুটা বেড়েছে। তবে এটি অযৌক্তিকভাবে বেড়েছে বলে মনে হচ্ছে, আমরা বাজার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি।তিনি আরও জানান, সীমান্তের ওপারেও বাংলাদেশে রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করা হচ্ছে— এমন খবর সরকার পেয়েছে। “আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। দাম নিয়ন্ত্রণে না এলে আমদানির দ্বার উন্মুক্ত করা ছাড়া বিকল্প থাকবে না,” যোগ করেন উপদেষ্টা।মজুতদারি বা সিন্ডিকেটের প্রভাব আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “আমার কাছে এমন কোনো তথ্য নেই। সাময়িকভাবে সংকট তৈরি হয়েছে, যা দ্রুতই কাটিয়ে উঠবে বলে আশা করছি।সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
0 Comments