ক্রীড়া প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা সাফল্য পেয়েছেন। তিনি ৫৩ কেজি ওজন শ্রেণীতে জিতেছেন ব্রোঞ্জ পদক। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মারজিয়া১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তিনি ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি।
৫৩ কেজিতে ওজন শ্রেনীতে আটজন নারী ভারোত্তোলক অংশ নেন। তাদের মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ পদক জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আজারবাইজানের সেইজান মারজিয়ার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন । তুরস্কের কোনিয়ায় সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আর্চারিতে। এবার সৌদির রিয়াদে আর্চারি ও শুটিং নেই।এদিকে রিয়াদে বাংলাদেশের আরও দুই ভারোত্তোলক অংশ নিয়েও পদক জিততে পারেননি। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ হন ষষ্ঠ হন। আজ রবিবার এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত লড়বেন।
0 Comments