সায়মুন ডেক্স
সকলের সমন্বিত প্রচেষ্টা ছাড়া কক্সবাজারের সামগ্রিক ও কাংখিত উন্নয়ন কখনো সম্ভব নয়। এজন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘের সংস্থা, কল্যানমূলক সংগঠন, পেশাজীবী, সুধীজন সহ সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। জনগুরুত্বপূর্ণ বিষয় গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তাহলেই পরিকল্পিত আধুনিক, পরিচ্ছন্ন ও স্বপ্নের কক্সবাজার গড়ে তোলা যাবে।মঙ্গলবার (১৪ অক্টোবর) কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মো: আ: মান্নান একথা বলেন। তিনি বলেন, কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেইনে উন্নীতকরণ, কক্সবাজার মেডিকেল কলেজ সংলগ্ন ৫০০ বেডের হাসপাতাল দ্রুত নির্মাণ, দক্ষিণ পটিয়া থেকে কক্সবাজার পর্যন্ত জ্বালানী গ্যাসের লাইন সম্প্রসারণ করা, শহরের যানজট নিরসনে ই-বাইক (টমটম) চলাচল নিয়ন্ত্রণ করা, কক্সবাজারে নিয়মিত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, কক্সবাজারের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক পাচার রোধ ও মাদক ব্যবহার প্রতিরোধ করা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন করা, সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন ও পর্যটন বান্ধব রাখা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, পৌরসভায় সেবার মান বৃদ্ধি করা সহ জনগুরুত্বপূর্ণ বিষয় গুলোকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক মো: আ: মান্নান আরো বলেন, যে ক’দিন কক্সবাজারে আছি, কক্সবাজার জেলা প্রশাসনের সর্বোচ্চটা দিয়ে পরিকল্পিতভাবে কক্সবাজারকে সাজাতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য ও আধুনিক কক্সবাজার গড়তে চাই। জেলা প্রশাসক মো: আ: মান্নান সাংবাদিক সহ সকল মহলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার এবং আন্তরিক সহযোগিতার আহবান জানান।জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আল মারুফ, ডিডিএলজি ও কক্সবাজার পৌরসভার প্রশাসক শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব সহ কক্সবাজার জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ সভাপতি ও দৈনিক সংগ্রাম এর স্টাফ রিপোর্টার কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি ও দৈনিক দিনকাল এর স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস.এম জাফর, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব এর বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহ সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি এম. আর মাহবুব, কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এটিএন বাংলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সম্পাদক ও দৈনিক বণিকবার্তা প্রতিনিধি ছৈয়দ আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক ও সি নিউজের সম্পাদক শাহেদ মিজান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর প্রচার সম্পাদক ও দৈনিক কক্সবাজার প্রতিনিধি বেদারুল আলম, নির্বাহী সদস্য ও কক্সবাজার কন্ঠের সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 Comments